সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
22 Aug 2025 12:41 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-বিষয়ে- গণতন্ত্র বিরোধী কালো আইন ও স্বৈরাচারের তৈরিকৃত দল নিবন্ধন পদ্ধতি বয়কট করল বাংলাদেশ জনজোট পার্টি । নিবন্ধন পদ্ধতি সহজীকরণের প্রসঙ্গে আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে গত - তারিখে বাংলাদেশ জনজোট পার্টির পক্ষ হতে দল নিবন্ধন পদ্ধতি সহজীকরনের দাবিতে আপনার বরাবর একটি স্বারকলিপি প্রদান করেছিলাম ।স্বৈরাচারের তৈরিকৃত কালো নিয়ম কানুন এবং গণতন্ত্র বিরোধী নিবন্ধন পদ্ধতি বাতিল করে জনবান্ধন নিবন্ধন পদ্ধতি তৈরি করা আজ সময়ের দাবি ।আমরা এটাও বললছিলাম যে সকল দলগুলোর কার্যক্রম ততটা নেই বললেই চলে এবং যে সকল দলগুলো স্বৈরাচারের ছত্রছায়ায় তৈরি হয়েছিল সেই সকল দলগুলোকে তালিকা থেকে বাদ দিয়ে কেবল বিপ্লবী ও জনবান্ধন দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য । কিন্তু অতিব দুঃখের বিষয় এখনও পর্যন্ত স্বৈরাচারের তৈরিকৃত আইনে দল নিবন্ধনের চিঠি দেওয়া হচ্ছে যাহা ২৪ বিপ্লব ও গণতন্ত্র বিরোধী । বাংলাদেশ জনজোট পার্টির " পক্ষ হতে স্বৈরাচারের তৈরিকৃত কালো নিয়ম কানুন ও গনবিরোধী নিবন্ধন পদ্ধতিকে বয়কট ঘোষণা করছি এবং ড.বদিউল আলম মজুমদারের প্রস্তাবকে বিবেচনা করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন এই যে একটি বাংলাদেশের স্বর্ণযুগে আপনি দায়িত্ব পেয়েছেন । উক্ত দায়িত্বকে চির স্বরণ করে রাখতে জনবান্ধন ও গণতন্ত্রমুখী ড.বদিউল আলম মজুমদারের নিবন্ধন পদ্ধতি কার্যকর করতে আপনার কৃপা দৃষ্টি কামনা করি ।
মুজাম্মেল মিয়াজী,চেয়ারম্যান,বাংলাদেশ জনজোট পার্টি ( বাজপা )