সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
22 Aug 2025 12:16 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি;- প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান গত ২ আগস্ট ২০২৫ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সংগঠকদের মধ্যে একজন।
সারাজীবন শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে গেছেন।তাঁর মৃত্যুতে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ অটো রাইস মিল ও চাতাল শ্রমিক কর্মচারী ফেডারেশন গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক শ্রেণী ৭১’র রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সৎ,নিষ্ঠাবান ও ত্যাগী মানুষকে হারালো। শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু ফেডারেশনগুলোর পক্ষ থেকে আবুল হাসানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
(মোহাম্মদ বজলুর রহমান বাবলু)সাধারণ সম্পাদক,বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন.৭৮/এ, পুরানা পল্টন লেন, ঢাকা- ১০০০।