রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
03 Aug 2025 08:02 am
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-রাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ^বিদ্যালয় নভাপতি সাদিক কায়েম রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। শনিবার বিকেলে তিনি শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি বাবনপুরে আসেন।
সাঈদের পরিবারের সাথে সাক্ষাতে আবু সাঈদের পিতা মকবুল হোসেন আবেগভরে বলেন,"আমার ছেলে আল্লাহর পথে জীবন দিয়েছিল।তার আদর্শ যেন সবাই অনুসরণ করে, সেটাই চাওয়া।"
এ সময় সাদিক কায়েম বলেন, “শহীদ আবু সাঈদ ইসলাম ও সত্যের পতাকা উঁচু রাখতে জীবন দিয়েছেন। তাঁর এই আত্মত্যাগ আমাদের চলার পথের অনুপ্রেরণা।আমরা তাঁর রক্তঋণ ভুলব না।”ছাত্রশিবির সবসময় শহীদদের পরিবারের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।এরপর শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা সভাপতি মোঃ ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি মোঃ সুমন সরকার, মহানগর সভাপতি মোঃ নুরুল হুদাসহ স্থানীয় উপজেলা শিবিরের নের্তৃবৃন্দ।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি