রবিবার, ২৭ জুলাই, ২০২৫
28 Jul 2025 02:18 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-বগুড়া পৌরসভার উন্নয়ন কাজে বাধা দেয়ার প্রতিবাদ করার বাংলাদেশ প্রতিদিন বগুড়া প্রেস ইউনিটের কর্মচারী আব্দুল আজিজকে (৬০) মারপিট করে আহত করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে শহরের ভাটকান্দি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাতপাতালে ভর্তি করে দেয়।আহত আব্দুল আজিজ ভাটকান্দি উত্তরপাড়া এলাকার মৃত কালু প্রামানিক এর ছেলে।জানা গেছে, বগুড়া পৌরসভা কর্তৃক শহরের ভাটকান্দি উত্তরপাড়া এলাকায় সড়ক ও ড্রেন পাকাকণের কাজ চলছে। শনিবার বিকেল ৬টার দিকে একদল সন্ত্রাসী সড়কের উন্নয়ন কাজে বাধা প্রদান করেন।
এসময় ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ প্রতিদিন বগুড়া প্রেস ইউনিটের কর্মচারী আব্দুল আজিজ প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাতপাতালে ভর্তি করে দেয়।
উন্নয়ন কাজের ঠিকাদার ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক জানান, বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের ভাটকান্দি উত্তরপাড়া এলাকায় সাংবাদিক আবদুর রহমান টুলুর বাড়ি থেকে টুকু ও মিঠুর বাড়ি হয়ে করতোয়া নদী পর্যন্ত সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে রাস্তার আরসিসি ও ড্রেন নির্মান কাজ চলছে।কয়েক দিন যাবৎ চিহিৃত সস্ত্রাসীরা উক্ত কাজে বাধা দিয়ে আসছে। তারা মোটা অংকের চাঁদা না দিলে কাজ করতে দেবে না এমন হুকমি দিচ্ছে।একপর্যায়ে শনিবার বিকেলে তারা আবারো চাঁদা দাবি করতে আসে।এসময় উক্ত এলাকার বাসিন্দা আব্দুল আজিজ বাধা দিলে তাকে মারপিট করে গুরুত্বর আহত করা হয়।
বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা জানান, ঘটনা যারাই করুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। থানায় অভিযোগ দিলে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।