শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
03 Aug 2025 04:52 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও বেতকাপা ইউনিয়নে ওয়ার্ড সাধারণ সম্পাদক আটক হয়।
২২ জুলাই বুধবার তাদেরকে গ্রেফতার করা হলেও ২৩ জুলাই রাতে তাদের জেলখানায় প্রেরণের পর রাত ১১টার সময় তা গণমাধ্যম কর্মীরা জানতে পারে।
জানা যায়,পলাশবাড়ী উপজেলার আওতাধীন ৬নং বেতকাপা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল মেম্বার ও উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোকেশনাল শাখার শিক্ষক জান্নাতুল নবী রিপনকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।