বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
26 Jul 2025 01:26 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার কাহালু পৌরসভার আয়োজনে পৌর হলরুমে সেরা করদাতা সম্মাননা ও লটারিতে বিজয়ী করদাতাদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর কর্ম সম্পদানের সদস্য ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার, পৌর কর্ম সম্পদানের সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এনাম আহমেদ, পৌর কর্ম সম্পদানের সদস্য উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান আবির,পৌর কর্ম সম্পদানের সদস্য ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. গোলাম মোর্শেদ, পৌর নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, পৌরকর আদায়কারী আলহাজ্ব মো. ফখরুল ইসলাম, সেরা করদাতা (ব্যক্তি) মোস্তাফিজুর রহমান (মাহফুজার), সহ সাংবাদিকবৃন্দ, কর প্রদানকারী ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মচারীবৃন্দ।