মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
24 Jul 2025 09:56 am
![]() |
সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক বগুড়ায় মাসব্যাপি শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার (২১ জুলাই) জেলার সোনাতলা উপজেলার রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ আটকরিয়া তেতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহাগ প্রধান,পরিচালনা কমিটির সদস্য ফজলে রাব্বী, আশরাফুল হক বাপ্পী, মেহেরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন চেয়ারম্যান সোহাগ প্রধান বলেন-কার্বন নিঃসরণ রোধ করে সহনীয় তাপমাত্রার সকলের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর বিকল্প নেই।কোমলমতি শিশুদের গাছ লাগাতে ও গাছের প্রতি যতœশীল হতে উৎসাহিত করার মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্য অর্জন করা সম্ভব। গাছ আমাদের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
তিনি আরো বলেন, প্রাণীর অস্তিত্ব বজায় রাখতে গাছ মুখ্য ভূমিকা পালন করে। অথচ প্রতিনিয়ত গাছ কর্তন করে শুধু মানুষরাই নিজেদের সব প্রাণিকুলের সর্বনাশ ডেকে আনছে।গাছ কাটা প্রতিরোধ করে মানুষের বসবাসে পরিবেশবান্ধব গাছ লাগানোর বিষয়ে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কারণ পরিবেশ রক্ষায় গাছের তুলনা হয় না।