মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
24 Jul 2025 09:42 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক এবং শিক্ষার্থী হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, নিহতদের জন্য শোক ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, আজ ২১ জুলাই ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে উত্তরায় মাইল স্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থী হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ, নিহতদের জন্য শোক প্রকাশ এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকা মহানগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে আরো সতর্ক হওয়া এবং ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের জন্য বিমান বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একইসাথে নিহত-আহত সকলকে ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা প্রদানেরও আহ্বান জানান।
বিবৃতিতে তাঁরা আহতদের রক্তদানসহ চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে সিপিবি(এম) উত্তরাসহ ঢাকার নেতা-কর্মীদের রক্তদানসহ সহায়তা কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
বার্তা প্রেরক,কমরেড তারেক ইসলাম বিডি,সদস্য কেন্দ্রীয় কমিটি,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)