মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
24 Jul 2025 09:44 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই মাদক সেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২১ জুলাই) বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার আদেশ দেন।দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদরের চকনদীকুল মধ্যপাড়ার দুলু হোসেনের ছেলে মেহেদী হাসান (২৭) ও আদমদীঘি উপজেলার উপরপোওতা গ্রামের আফজাল হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান,সোমবার নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির ইশবপুর এলাকায় ২ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা মেহেদী হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা ও সাজেদুল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই অর্থদন্ড প্রদাণ করেন। ওই দিন দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি