মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
24 Jul 2025 09:52 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ২৬০ পিস নেশার ইনজেকশান (এ্যাম্পল) সহ সুজন আলী (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।সোমবার (২১ জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সুজন আলী নওগাঁ সদরের আরজি নওগাঁ মধ্যপাড়ার ছকিম উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, সোমবার বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে তিলকপুর-সান্তাহার সড়কের আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির পাশে ইশবপুর এলাকায় সান্তাহারগামী একটি ইজিবাইক তল্লাশি কালে ইজিবাইকের পিছনের সিটে বসা সুজন আলীর হেফাজতে থাকা একটি প্লাষ্টিক ব্যাগে থাকা ২৬০ পিস নেশার এ্যাম্পলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সুজন আলীর নামে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি