সোমবার, ২১ জুলাই, ২০২৫
21 Jul 2025 05:55 pm
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:- “এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর ৯জন শহিদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আত্রাই উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে দুইজন শহিদদের স্মরণ জারুল বৃক্ষরোপন করা হয়েুেছ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: রাকিবুল হাসান এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেন।
এদিন উপজেলার শ্রীধরগুরনই মাদ্রাসা প্রাঙ্গনে জুলাই আন্দোলনে নিহত মাদ্রাসার শিক্ষার্থী শাখিল আনোয়ারকে স্মরণ করে একটি জারুল বৃক্ষরোপন করা হয়। এসময় শহিদের পিতা আবেদ আলী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার তারাটিয়া গ্রামের সন্তান শহিদ শেখ ফাহমিন জাফর। জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয়। এদিন গ্রামে শেখ ফাহমিন জাফরের কবরস্থানের গেটের সামনে জারুল বৃক্ষরোপন করা হয়।
এসময় শহিদের পিতা আবু জাফর, মাতা কাজী লুলুল মাখমিন, ভাই, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজন জেলা কমিটির সদস্য ফজলে রাব্বিসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে নওগাঁর আত্রাই উপজেলার ২জন শহিদ হয়েছে। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে।প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে।এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভ‚মিকা উঠে আসবে। রোপন করা এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দিবে।