সোমবার, ২১ জুলাই, ২০২৫
21 Jul 2025 05:23 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:-পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সেবা প্রত্যাশীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত সেবা পেতে গেলে তাকে ঘুষ দিতে বাধ্য করা হয়। অনেক সময় সরাসরি টাকা গুনে নেওয়ার ঘটনাও ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, রুস্তম আলী কোনো কাজ বিনা ঘুষে করেন না। নির্ধারিত ফি ছাড়াও তাকে ‘উপহার’ দিতে হয়, না হলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে।
বালিপাড়ার বাসিন্দা চান খান জানান, “একটি নামজারি করতে গেলে তিনি ১১ হাজার টাকা দাবি করেন। পরে বহু অনুরোধে ৭ হাজার টাকায় কাজটি করে দিয়েছেন। আমি একজন গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব? সরকার যেখানে অনলাইনে নামজারির সুযোগ দিয়েছে, সেখানে এভাবে ঘুষ দিয়ে সেবা নিতে হবে কেন?”
স্থানীয়রা অভিযোগ করেছেন, রুস্তম আলীর বিরুদ্ধে একাধিকবার মৌখিক অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে তার সাহস আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে অভিযুক্ত রুস্তম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা টাকা প্রকাশ্যে টাকা লেনদেনকে খাজনার আদায় এর টাকা বলে দাবী করেন।
এ বিষয়ে বালিপাড়া ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য জানান, ভূমি অফিসে দীর্ঘদিন ধরে ঘুষ ও হয়রানির অভিযোগ রয়েছে। রুস্তম আলী নিজেকে ক্ষমতাবান মনে করে এবং প্রকাশ্যে ঘুষ দাবি করেন। প্রশাসনের দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী জানান এখন পর্যন্ত এবিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মামুন হাওলাদার শিমুল