সোমবার, ২১ জুলাই, ২০২৫
21 Jul 2025 05:25 pm
![]() |
সঞ্জু রায়,বগুড়া:-বগুড়ায় সাবেক পৌর কাউন্সিলর ও আলোচিত যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়েছে। রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে নেওয়া হয়।এ সময় বিক্ষুব্ধ জনতা গ্রেপ্তার আমিনুলকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পাশাপাশি তার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।
এর আগে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে শনিবার বিকেলে আমিনুলকে গ্রেপ্তার করে ইন্সপেক্টর ইকবাল বাহারের নেতৃত্বাধীন জেলা গোয়েন্দা শাখার আভিযানিক দল।গ্রেপ্তার আমিনুল শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।এক সময়ের প্রভাবশালী এই যুবলীগ নেতা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহীন হত্যা মামলার প্রধান আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া ৯ হত্যা মামলার আসামি তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। রবিবার তাকে আদালতে নেওয়ার পর পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে সদরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেপ্তার আমিনুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আমিনুল প্রসঙ্গে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, "কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলার পাশাপাশি গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।"
এ প্রসঙ্গে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেফতার আসামিকে আদালতে নেয়া হলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ নির্বিঘ্নেই আসামী আমিনুলকে আদালতে নেয়া হয়েছে। বিজ্ঞ আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।