রবিবার, ২০ জুলাই, ২০২৫
21 Jul 2025 02:45 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কাহালু ও নন্দীগ্রাম উপজেলাবাসী স্থানীয় ব্যক্তি না বহিরাগত শাহাজাহানপুর উপজেলা হতে নিয়ে আসা ব্যক্তিকে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মোরমতের ৩১ দফা দিয়েছেন তার মধ্যেই সকল সংস্কার রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রæয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছিন তা যেন দ্রæত বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করে।
গত শনিবার বিকেলে বগুড়ার কাহালুর নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে নারহট্র ইউনিয়ন ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সেন্টার কমিটি, গ্রাম কমিটি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।