রবিবার, ২০ জুলাই, ২০২৫
20 Jul 2025 03:44 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল নামক স্থানে ট্রাক ও পুলিশের পিকআপে যাত্রীবাহি বাসের ধাক্কায় ২জন নিহত এবং পুলিশ সদস্যসহ ১০ জন আহতের হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে নিহত ২ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
বড়দরগাহ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, রাতে মহাসড়কে টহলরত পিকআপ পীরগঞ্জ থেকে বড়দরগাহ অভিমুখে যাচ্ছিল।তারা ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রান্সপোর্টের মালভর্তি চলন্ত ট্রাক যার নম্বর ঢাকা মেট্র্রো-ট- ২০-৮৪৫২ মহাসড়কের পার্শ্বে দাড়িয়ে থাকতে দেখে।এ সময় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপটি ওই ট্রাকের সামনে গিয়ে দাড়ায় এবং সার্জেট পলাশ চন্দ্র পাল, কনস্টেবল মিজানুর রহমান ট্রাকের ড্রাইভারের নিকট জানতে চায় গাড়ির সমস্যা কি? ট্রাক ড্রাইভার ইঞ্জিনে সমস্যার কথা জানান।
এমন সময় দ্রæতগতিতে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী অরিন পরিবহন যার নম্বর ঢাকা মেট্রো-ব- ১২-৪৫১৬ এসে প্রথমে ট্রাকে ও পরে পিকআপকে ধাক্কা দেয়। এতে বাসটির বামদিক ও ট্রাকের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের সাইট ওয়ালে আটকা পড়ে এবং ট্রাক ও পিকআপ ছিটকে যায়।
এ সময় পুলিশ সদস্য মিজানুর রহমান চাপা পড়লে ২ পায়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়।সার্জেট পলাশ চন্দ্র আহত হয় এবং যাত্রীবাহি বাসের ২ জন ঘটনাস্থলে নিহত হয় ও ১০/১২ জন আহত হয়।পুলিশ সদস্যসহ আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাস ও ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি