রবিবার, ২০ জুলাই, ২০২৫
21 Jul 2025 02:59 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় একই রাতে তালা ভেঙে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরে এই সব চুরির ঘটনা ঘটে।
সান্তাহার রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক ধলু জানায়, সান্তাহার ডাকবাংলোর পাশে তার ব্যবসা প্রতিষ্টান।গত শুক্রবার সারাদিন বেচাকেনা করে তিনি রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা। গভীর রাতে চোরচক্র দোকানের ভিতর রাখা অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে তিনি দাবী করেন।অপরদিকে মতি মিল স্টোরের মালিক মতিউর রহমান জানান, একই রাতে সান্তাহারে নওগাঁ রোডের পাশে মনিকা মার্কেটে তার দোকান।গভীর রাতে চোরচক্র দোকান ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রি তছনছ করে স্টীলের আলমারী ৮০ হাজার টাকাসহ দলিল ও ব্যাংক চেকসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান চুরি বিষয়টি নিশ্চিত করে জানান, চোর সনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি