রবিবার, ২০ জুলাই, ২০২৫
20 Jul 2025 08:06 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি;-জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়াও তিনি আরও বলেন,২০০৮ হতে ২০২৪সাল পর্যন্ত আওয়ামীলীগের বাকশালী,ফ্যাসিবাদী নতুন রূপ আওয়ামী জাহিলিয়া যুগের নব্য লেডি ফেরাউন খ্যাত ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা তার জুলুম ও ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জি দিয়ে একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলেছিল।
শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শাপলা চত্বরে গণহত্যা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই সমাবেশ করা হয়। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।
খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজা-এর সঞ্চালনায় সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।
বক্তব্য শেষে আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের ৪টি আসনের বাংলাদেশ খেলাফস মজলিসের প্রার্থী হিসেবে ৪জনের নাম ঘোষণা করেন তিনি। প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১আসনে শহিদুল ইসলাম ফয়েজি,কুড়িগ্রাম-২আসনে মুফতি নুরুদ্দীন কাশেমী,কুড়িগ্রাম-৩আসনে মামুনুর রশীদ, কুড়িগ্রাম-৪আসনে মুফতি শাহাদত হোসাইন।