রবিবার, ২০ জুলাই, ২০২৫
20 Jul 2025 10:41 pm
![]() |
বরগুনা প্রতিনিধি:- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বরগুনা প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বরগুনা-২ আসনের প্রার্থী, জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি দ্বীনি চেতনাভিত্তিক যুব প্ল্যাটফর্ম। সমাজে সত্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতি, চাঁদাবাজি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ জানাবে ইসলামী যুব আন্দোলনের কর্মীরা।অনুষ্ঠান শেষে কুরআন তিলাওয়াত, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।