শনিবার, ১৯ জুলাই, ২০২৫
20 Jul 2025 08:01 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর জেলার প্রয়াত সাংবাদিক দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মুহা: নূরুল হক জঙ্গি গত ২১ডিসেম্বর২৪ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং দৈনিক পল্লী কন্ঠ পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে ১৯ জুলাই শনিবার দুপুরে
পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার জামালপুর শহরের বাগান বাড়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত নূরুল হক জঙ্গির সহধর্মিণী খায়রুন্নেছা কাজুলী 'র সভাপতিত্বে ও সাংবাদিক মজনু মোল্লার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দৈনিক পল্লী কন্ঠ প্রতিদিন পত্রিকা ও পরিবারের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী অধ্যাপক আমির আলী,
জামালপুর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মেহের উল্লাহ,জেলা কৃষক দলের সাবেক সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র মন্ডল,জাসদের সাবেক জামালপুর জেলা সভাপতি হাফিজুর রহমান সজল,পল্লী কন্ঠ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক শাহ আলী বাচ্চু,জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ্ জামাল, সাংবাদিক আনোয়ার হোসেন,পল্লী কন্ঠ প্রতিদিনের শেরপুরের ব্যূরো চিফ সাংবাদিক জিএস হান্নান।
এনসিপির জেলা মূখ্য সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল, প্রবীণ সাংবাদিক তালুকদার আলমগীর আহমেদ শাহজাহান, সাংবাদিক মির্জা হুমায়ূন, সাংবাদিক আঃ সামাদ,সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলাম,সাংবাদিক শাহাবুল আকন্দ,জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারি সাংবাদিক ফজলুল করিম,সাংবাদিক বিপুল মিয়া, সাংবাদিক উসমান গণি স্বাধীন প্রমুখ।