শনিবার, ১৯ জুলাই, ২০২৫
20 Jul 2025 11:49 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:-কুড়িগ্রাম জেলা সদরের স্বাধীনতার বিজয় স্তম্ভ সংলগ্ন মাঠে নির্মিত “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ”-এর ফলক উন্মোচন করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলক উন্মোচন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ পরিবারগুলোর সদস্য, ১৯৭২ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে অংশ নেওয়া বর্ষীয়ান “জুলাই যোদ্ধা”গণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, কুড়িগ্রাম। এই উদ্যোগকে কেন্দ্র করে শহীদদের আত্মত্যাগ স্মরণ ও প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে দিতে গুরুত্বারোপ করেন বক্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই স্মৃতিস্তম্ভ শুধু একটি নির্মাণ নয়— এটি কুড়িগ্রামের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। আগামী প্রজন্ম এই ফলকের সামনে দাঁড়িয়ে স্বাধীনতার গৌরবময় অতীতকে জানবে ও শ্রদ্ধা জানাবে শহীদদের প্রতি।