শনিবার, ১৯ জুলাই, ২০২৫
20 Jul 2025 08:20 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- আমাদের দেশে পুঁইশাকের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সহজলভ্য এই শাক কম-বেশি সবার কাছেই প্রিয়। সারা বছরই এই শাক পাওয়া যায়। স্বাস্থ্য সুরক্ষায় এর রয়েছে অনেক পুষ্টিগুণ।
এটি বর্জ্য পদার্থের মাধ্যমে শরীরের রোগজীবাণু দেহের বাইরে যায়। কোনো কারণে সঠিকভাবে নিষ্কাশন হতে না পারলে বদহজম, গ্যাস, এসিডিটিসহ নানা সমস্যা তৈরি হয়। এ সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য পুঁইশাক অন্যতম। তাই পুঁইশাকের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আজকের প্রতিবেদন।
চলুন, জেনে নেওয়া যাক—
পুঁইশাকের পুষ্টিগুণ ও উপকারিতা
পুষ্টিবিদরা বলেন, পুঁইশাকে পানির পরিমাণ অনেক বেশি, এতে প্রচুর ফাইবার থাকে। এতে ফলিক এসিডের পরিমাণও বেশি। সেই সঙ্গে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং প্রোটিন। এটি ত্বক ভালো রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
পুঁইশাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে, যা হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এই শাকে ক্যালরির পরিমাণ কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
প্রাণিজ প্রোটিনের পরিবর্তে অনেকেই উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রোটিন গ্রহণ করতে আগ্রহী, বিশেষ করে যারা ডায়েট করেন। তাদের খাদ্যতালিকায় পুঁইশাক রাখতে পারেন। এতে ফাইবার ও প্রোটিন ভালো পরিমাণে থাকায় অল্প পরিমাণে খেলেই পেট ভরে যায়।
পুঁইশাকে ক্যালরির পরিমাণ কম থাকে। এ ছাড়া গ্লাইসেমিক ইনডেক্স কম অর্থাৎ এটি রক্তে অল্প অল্প করে সুগার দেয়। তাই ডায়াবেটিক রোগীরাও পুঁইশাক খেতে পারেন। পাশাপাশি এই শাকে পানির পরিমাণ বেশি থাকায় শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
কারা সতর্ক থাকবেন
পুষ্টিবিদরা বলেন, পুঁইশাক সাধারণত পুষ্টিকর একটি শাক। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এবং পরিমাণে অতিরিক্ত খেয়ে ফেলার কারণে সমস্যা সৃষ্টি করতে পারে।
পুঁইশাক অনেক অ্যালার্জিক। সবার জন্য এটি উপযোগী নাও হতে পারে। বিশেষ করে যাদের অ্যালার্জি প্রবণতা আছে তাদের জন্য পুঁইশাক অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণ হতে পারে। এটি খাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে র্যাশ বা ফুসকুড়ি, চুলকানি হতে পারে। অনেকের শরীরের অভ্যন্তরীণ অঙ্গে চুলকানি, অস্বস্তি, হজমজনিত সমস্যা হয়। অনেকেই বুঝতে পারেন না এই সমস্যাগুলো মূলত পুঁইশাকে অ্যালার্জির কারণে হতে পারে।
পুঁইশাকে প্রোটিনের পরিমাণ বেশি থাকার কারণে যাদের লো পিউরিন ডায়েট করতে হয়, প্রোটিন খাওয়ায় বিধিনিষেধ আছে, তাদের খাদ্যতালিকা থেকে পুঁইশাক বাদ দিতে হবে বা প্রয়োজন মতো কমিয়ে নিতে হবে। কিডনি রোগীদের প্রোটিন কম খাওয়ার কথা বলা হয়। সে কারণে কিডনি রোগে আক্রান্তদেরও খাদ্যতালিকায় পুঁইশাক কম পরিমাণে রাখতে হবে।
এ ছাড়া পুঁইশাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। অনেক বেশি পরিমাণে খাওয়ার কারণে কিডনিতে পাথর হতে পারে। যাদের গাউট বা গেঁটে বাত রয়েছে তাদের খাদ্যতালিকায় পুঁইশাক কম রাখাই ভালো।
কালের কণ্ঠ