শনিবার, ১৯ জুলাই, ২০২৫
20 Jul 2025 07:55 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে র্যাবের অভিযানে হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।এ ঘটনায় মুন্না মিয়া (২১) ও তাজুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
এর আগে সকালে র্যাবের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অপহরণকারী যুবকসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।গ্রেপ্তার মুন্না মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং তাজুল ইসলাম একই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।তারা দুজনই অপহরণকারীর প্রতিবেশী।
পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে লিয়ন মিয়া (২০) একই উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাহীন মিয়ার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই রাতেই কিশোরীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।ওই মামলার ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে র্যাবের একটি দল কিশোরীকে উদ্ধারে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় অপহরণকারীর স্বজন ও সহযোগীরা র্যাবের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও লিয়নকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে র্যাবের অন্তত ৫-৭ জন সদস্য আহত হন।
একপর্যায়ে র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। পরে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী লিয়ন মিয়া ও তার প্রতিবেশী মুন্না ও তাজুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি বুলবুল ইসলাম জানান, র্যাবের ওপর হামলার ঘটনায় ৮৮ জনকে আসামি করে মামলা হয়েছে।এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।