শনিবার, ১৯ জুলাই, ২০২৫
21 Jul 2025 03:33 am
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:-ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার ২০২৫ সেশনের ষান্মাসিক সময়ের জন্য সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মোশাররফ হোসেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো: মোবাশ্বের রাসেদীন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।এসময় কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের নেতৃত্বে সংগঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।