শনিবার, ১৯ জুলাই, ২০২৫
21 Jul 2025 03:18 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের ২নং ওয়ার্ড গিরিধারীপুর বধ্যভূমি চত্ত্বরে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক-এর দিক-নির্দেশনায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন,পলাশবাড়ী পৌর যুবদলের আহবায়ক আব্দুল আব্দুল লতিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা, পৌর যুবদলের সদস্য সচিব হেমাইদুল ইসলাম মেহেদী, জেলা ছাত্রদল নেতা আফতাবুজ্জামান বাবু, মহদীপুর ইউনিয়ন যুবদল সভাপতি আপেল মাহমুদ, উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ,জাসাস নেতা শামীমসহ অন্যান্যরা। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অত্র এলাকার সর্বসাধারণ নারী-পুরুষসহ সাধারণ ভোটারবৃন্দউপস্থিত ছিলেন।