সোমবার, ০৭ জুলাই, ২০২৫
28 Aug 2025 04:13 am
![]() |
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দেশজুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদ দল ( বি,এন,পি) র বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলার ঘোড়াঘাটেও বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১২ টায় ঘোড়াঘাট উপজেলা, পৌর ও ৪ টি ইউনিয়ন বি,এন,পি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দিনাজপুর জেলা বি,এন,পির সিনিয়র সহ সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সভাপতি শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস ছাত্তার মিলনের ধারা বর্ননায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি,এন,পির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য, দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ শহিদুর রহমান শহিদ, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু,এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ( এ্যাব) এর সাবেক সদস্য কৃষিবিদ মনোয়ারুল ইসলাম বাবু,দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা,সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিক,বাংলাদেশ ফিশিং ইন্সটিটিউটের সাবেক পরিচালক কৃষিবিদ আবদুর রাজ্জাক, ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আবু সাইদ, ঘোড়াঘাট পৌর বি,এন,পির সহ সভাপতি আজাদ রহমান আজাদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডাঃ জাহিদ হোসেন ঘোড়াঘাট উপজেলা ও পৌর সভার মোট ৪৫ টি ওয়ার্ড হতে আগত বি,এন,পি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা/ কর্মীদের মাঝে ১১ প্রজাতির প্রায় ১৪ হাজার ঔষধী সহ বিভিন্ন ফলজ চারা তুলে দেন।