বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
27 Aug 2025 10:54 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- শত শত বিড়াল পুরো রাস্তা দখল করে নিয়েছে, যেন এ রাস্তাই এদের আবাসস্থল।বিড়ালগুলো এখন ফুটপাত,এমনকি রাস্তার ধারেও আরামে ঘুমায়,যানবাহন চলাচলের ঝামেলা ছাড়াই।
সম্প্রতি সৌদি আরবে এমন দৃশ্য দেখা গেছে।স্থানীয় বাসিন্দারা বলছেন, বিড়ালগুলোর ভয় পাওয়ার কিছু নেই এবং এদের ভালোভাবে যত্ন নেওয়া হয়।বিশেষ করে একজন ব্যক্তি প্রতিদিন বিড়ালগুলোকে খাওয়ানোর জন্য তার সময় এবং সম্পদ দিয়ে বিখ্যাত হয়ে উঠেছেন।
প্রতিবেশীরা প্রায়শই তাকে তার বাড়ির সামনে বিড়ালের জন্য খাবার ঢেলে দিতে দেখেন, যার ফলে রাস্তায় বিড়ালগুলোর সমাগম তৈরি হয়েছে।