বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
03 Aug 2025 04:43 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোরিকশা চালক শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো.শরিফুল ইসলাম।
তিনি জানান, নিহত শহিদুল ইসলাম (৩২) সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের বাসিন্দা ও মৃত ফজল হকের ছেলে। প্রতিদিনের মতো গত ২৮ জুন বিকেলে শহিদুল অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে চাকুলিয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর তদন্তে নামে পুলিশ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৩০ জুন রাতে শহিদুলের বন্ধু মোশারফ হোসেন মুশফিককে এবং ১ জুলাই রাতে শান্ত মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পুলিশ জানায়, পূর্বের কথাকাটাকাটির জেরে ২৮ জুন রাতে মুশফিক ও শান্ত মিলে শহিদুলকে চাকুলিয়া বিলে নিয়ে যান। সেখানে অতিরিক্ত গাঁজা সেবনের একপর্যায়ে তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যান।
গ্রেফতার দুই আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, ডিএসবি ইনচার্জ আব্দুল লতিফ, কায়সার আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।