বুধবার, ০২ জুলাই, ২০২৫
03 Aug 2025 08:08 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- সুইজারল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপ চলছে। গত ৩১ জানুয়ারি লুসানে অনুষ্ঠিত এক ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছিলো কোন গ্রুপে কারা খেলবে। সেখানে জর্ডানের গ্রুপে পড়ে ইসরায়েল।
গত রোববার (২৯ জুন) ‘সি’ গ্রুপে জর্ডান-ইসরায়েল ম্যাচটি হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ম্যাচটি বর্জন করে জর্ডান।
মূলত গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি ছেড়ে দেয় জর্ডান। ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় ম্যাচটিতে জর্ডানকে পরাজিত ঘোষণা করা হয় আর ২০-০ পয়েন্টে জয়ী ঘোষণা করা হয় ইসরায়েলকে।
এই ম্যাচ ছেড়ে দেওয়া জর্ডান দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইসরায়েল। সমান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ডমিনিকান রিপাবলিক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।
জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন ম্যাচ ছেড়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দেশটির দৈনিক আদ-দুস্তুর জানিয়েছে, গাজায় গণহত্যার প্রতিবাদেই ইসরায়েলের বিপক্ষে খেলেনি জর্ডান।
জর্ডানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেছেন ইসরায়েলের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি আমোস ফ্রিশমান। মূলত খেলাধুলায় রাজনীতি টেনে আনার সমালোচনাই করেছেন তিনি।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, চার গ্রুপের ১৬টি দলই উঠবে শেষ ষোলোতে। প্রথম পর্বের পয়েন্ট তালিকায় অবস্থান অনুযায়ী নির্ধারিত হবে দ্বিতীয় রাউন্ডে কোন দলের প্রতিপক্ষ কারা হবে।