বুধবার, ০২ জুলাই, ২০২৫
26 Aug 2025 10:35 pm
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ০১ জুন ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙ্গে সনাতন ধর্মাবলম্বী নারীকে ঘরে ঢুকে ধর্ষণ, নির্যাতন, নগ্ন ভিডিও ধারন এবং ভাইরাল করার ঘটনার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নেতৃবৃন্দ বলেন, এমন ন্যাক্কারজনক জঘন্য অপরাধ করে অপরাধীরা যেন আইনের আওতায় আসে।
সারা দেশে নারীর উপর হামলা, নির্যাতন, ধর্ষণ এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ আরও বলেন, নারী নির্যাতনের সঙ্গে মব ভায়োলেন্সের বিস্তৃতি গোটা সমাজে আতংকের জন্ম দিচ্ছে এবং অপরাধ করে অপরাধীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশয়ে পার পেয়ে যাওয়ায় এধরনের অপরাধ বেড়েই চলেছে।
নেতৃবৃন্দ বলেন, নারীকে অসম্মানিত ও বিপন্ন করে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। নারীর উপর ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে নিপীড়ন চলছে। অবিলম্বে এসব বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়ে বলেন বর্তমান সরকারের সময়ে মব সন্ত্রাস ও নারি নির্যাতন আশংকাজনক ভাবে বেড়েই চলেছে।
এইসব দুর্বৃত্তদের দমন করা না হলে সমাজ এক ভয়াবহ পরিণতির দিকে চলে যাবে বলে নেতৃবৃন্দ বলেন, এর বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করতে হবে। আমরা এও দেখছি নারী নির্যতনকারিদের ফুলের মালা দিয়ে বরন করা হচ্ছে এটা গর্হিত ও নিন্দনীয়।।
বার্তা প্রেরক,তারেক ইসলাম বিডি,সদস্য কেন্দ্রীয় কমিটি,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)