বুধবার, ০২ জুলাই, ২০২৫
26 Aug 2025 08:42 am
![]() |
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ২৯ কেজি করে ভিজিডির চাল সুষ্ঠভাবে বিতরন করা হয়েছে।
১ জুলাই সকাল ১০টা হতে দিনব্যাপী হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ২৬৬ জন উপকার ভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয় ।
তবে ২৯ কেজি কেন?এ বিষয়ে প্রশ্ন করলে তিনি আমাদের জানান।৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হচ্ছেনা।কেননা অনেক ছেঁড়া ফাটা বস্তা থাকেব এবং বস্তা ওঠানামার সময় অনেক চাল পরে যায়।যা ৩০ কেজি দিলে মিলিয়ে নেওয়া সম্ভব নয়।