মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
26 Aug 2025 08:09 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘির সান্তাহারে ৬৫পিস এ্যাম্পল ইনজেকশনসহ রেনু আক্তার (৩৮) ও মানিক হোসেন (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত রবিবার বিকেলে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান এ্যাম্পল ইনজেকশনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার ইমরানের স্ত্রী রেনু আক্তার ওরফে রেনুকা ও নওগাঁ সদরের কির্ত্তিপুর হরিরামপুর গ্রামের হামিদুল রহমান খোকার ছেলে মানিক হোসেন।
পুলিশ জানায়, গত রবিবার বিকেল ৫টার দিকে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় জনৈক ইমরানের বাড়িতে মাদক বিক্রর জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে রেনু আক্তার ও মানিক হোসেনকে আটক করে তাদের নিকট থেকে ৬৫পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।
আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত রেনু আক্তার ও মানিক হোসেনের নামে থানায় মাদক মামলা রুজু করে গতকাল সোমবার তাদেকরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।