মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
27 Aug 2025 04:13 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জাতীয় নাগরিক পাটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।সভায় গাইবান্ধা জেলা ও সকল নবগঠিত উপজেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানটি মূলত নবগঠিত জেলা ও উপজেলা কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি এবং দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আয়োজন করেন এনসিপি জেলা শাখা ।এতে দলীয় আদর্শ, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটির গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম সমন্বয়ক ফিহাদুর রহমান দিবস,
রাশেদুল ইসলাম জুয়েল, মাহমুদ মোত্তাকিমসহ অন্যরা।বক্তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি বদ্ধপরিকর।”