মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
26 Aug 2025 05:41 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
৩০ জুন সোমবার রাত সাড়ে ৮ টার দিকে পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের বাদিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মন্জুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি মোঃ নুরনবী সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওলামা বিভাগের সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ শামছুল আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাদিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সামিউল ইসলাম । এসময় পেশাজীবি সংগঠনের আবুবক্কর সিদ্দিক, ওলামা বিভাগের আবু হানিফ, মতিয়ার রহমানসহ বাদিয়াখালী ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মোঃ মঞ্জুরুল ইসলামকে সভাপতি ও মোঃ আঃ করিমকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট বাদিয়াখালী ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ নয়ন, সহসেক্রেটারি মোঃ মাছুদ রানা,বাইতুল মাল- আরমান, প্রচার ও মিডিয়া সুলতান,অফিস সম্পাদক- রওশন আলম, ক্রীড়া মমিনুল ইসলাম, সমাজ কল্যান আমিনুল ইসলাম।