শনিবার, ২৮ জুন, ২০২৫
27 Aug 2025 12:47 am
![]() |
নিজস্ব প্রতিবেদক:- ভালুকা উপজেলা মহিলা দলের কমিটি দিয়ে বিতর্কিত হয়েছে কেন্দ্র।কমিটিতে নিষ্ক্রিয়,ও সুবিধাবাদীদের ঠাঁই হলেও সক্রিয় ও মাঠের অনেকের ঠাঁই হয়নি অভিযোগ নেতাকর্মীদের। পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রীতা টাকার বিনিময়ে কমিটি গঠন করেন।
দলীয় সূত্রে জানা গেছে,রোববার (২২ জুন) ময়মনসিংহ (দক্ষিণ) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রীতার স্বাক্ষরিত শামীমা রশিদকে সভাপতি ও শারমিন আক্তার দীনাকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি গঠন করা হয়। এতে ৫২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত এই কমিটি বাতিল করে সক্রিয়, ত্যাগী ও কারা নির্যাতিত পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে ভালুকা মহিলা দলের কমিটি গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা।
এ বিষয়ে মহিলা দলের পদবঞ্চিত নেত্রী মঞ্জিলা আক্তার লিমা বলেন,আমরা যারা দীর্ঘদিন বিএনপির দু:সময়ে রাজনীতি করেছি আজ সেই পুরস্কার পেয়েছি,আজকে বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছি বলেই আমি আজ পদ হারা।আওয়ামীলীগের আমলে আমি অনেক নির্যাতনের স্বীকার হয়েছি। আমার ঘর বাড়ি সব ভেঙে ফেলেছিল, ছাত্রলীগের ছেলেরা। আজ যখন ভালুকা উপজেলা কমিটি হলো আজ আমি কমিটিতে নাই,ময়মনসিংহ জেলা দক্ষিন মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকা খেয়ে কমিটি দিয়েছে,আমি কিছুই চাই না,আমি চাই, কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি।