শনিবার, ২৮ জুন, ২০২৫
27 Aug 2025 03:59 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি ।
বৃহস্পতিবার (২৬ জুন ) বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত পত্রে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দিতে হবে।
এদিকে,জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।