শনিবার, ২৮ জুন, ২০২৫
26 Aug 2025 09:14 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সুবাইতা খাতুন (৫) নামের এক শিশু সুন্দরগঞ্জে নানা বাড়িতে বেড়াতে যায়,সেখানে রোকাইয়া আকতার (৪) নামের মামাতো বোনসহ পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়।
শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
সুবাইতা খাতুন সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও রোকাইয়া আকতার তালুক সর্বানন্দ গ্রামের রাব্বিবুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়,ওই সময় শিশু রোকাইয়া ও সুবাইতা বাড়ির উঠানে খেলছিল।এরই মধ্যে সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়।কিছুক্ষণ পর আশপাশের লোকজন দেখতে পেয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।
\দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ছালেক মন্ডল বলেন, পশ্চিম দামোদরপুর গ্রামের এক শিশু তার নানা বাড়ি সুন্দরগঞ্জে পানিতে ডুবে মৃত্যুর খবর লোকমুখে শুনেছি।সেখানে আরও এক শিশু মারা গেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জাগো২৪.নেট-কে বলেন, তালুক সর্বানন্দ এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।