শুক্রবার, ২৭ জুন, ২০২৫
26 Aug 2025 10:40 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর শহরের প্রশান্তি স্কুল এন্ড কলেজের প্রবেশ পত্র না দেয়ায় ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্ৰহণ করতে পারলো না।প্রশান্তি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম ও তার সহযোগীদের কারণে ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্ৰহণ করতে পারায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
অভিভাবকেরা জানান,মোটা অংকের টাকা নিয়ে তাদের ফরমফিলাপ করানোর কথা বললেও শেষ পর্যন্ত দিতে পারলো না প্রবেশ পত্র দিতে।২৬ জুন পরীক্ষার দিন তারা প্রবেশ পত্র না পেয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষার্থীর কান্নায় ভেঙ্গে পড়ে।এতে কলেজ চত্বরে এক হৃদয়বিদারক দৃশ্যে রূপ ধারণ করে।
উল্লেখ যে গত বছরও অধ্যক্ষ কারনে অনেক ছেলে,মেয়ের ভবিষ্যত সম্ভাবনা ধ্বংসকরেছে।তার বিরুদ্ধে ভুয়া এনজিও খোলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে।ভুয়া এনজিও বিরুদ্ধে জনগণের প্রতিবাদের এনজিও বন্ধ করতে বাধ্য হয়।কলেজের অধ্যক্ষ থাকা কালীন সময়ে তার দুর্নীতি ও প্রতারণা বন্ধ হচ্ছে না।অভিভাবকগণও জেনে শুনে এই কলেজে ছাত্র -ছাত্রী ভর্তি করান,এর সাথে একটা শক্তিশালী প্রতারক চক্র জড়িত।
গতরাতে প্রতারণার শিকার ১৭ শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে অবরুদ্ধ অধ্যক্ষ সেলিম কে পুলিশ এসে উদ্ধার করে। ঘটনার পর কলেজের শিক্ষকরা অফিস রুমে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।অভিভাবকদের দাবী অধ্যক্ষকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।