শুক্রবার, ২৭ জুন, ২০২৫
26 Aug 2025 06:10 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে ২৫০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ টি করে মোট ১২৫০ টি নারিকেল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ জুন) দিনভর উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বর থেকে এসব চারা বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নাজমুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা টুসিসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৫শ নারিকেল গাছের চারা এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতীর ফলজ-বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।