শুক্রবার, ২৭ জুন, ২০২৫
27 Aug 2025 07:24 am
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে অতিরিক্ত জোয়ার ও টানা বর্ষণে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার বালিপাড়া এলাকার কঁচা ও বলেশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় উপকূলের নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
এদিকে, কঁচা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে চরখালী-টগড়া ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেছে। এতে পিরোজপুর-মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পাথরঘাটা, বরিশাল রুটের ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জোয়ারের পানি বাড়ায় ইন্দুরকানীর আবাসন প্রকল্প এবং ইন্দুরকানী-কালাইয়া সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে।এছাড়া কালাইয়া, সাঈদখালী, ঢেপসাবুনিয়া, চরবলেশ্বর, কলারন, চন্ডিপুর ও খোলপটুয়া গ্রামসহ অনেক গ্রাম প্লাবিত হয়েছে।
চরবলেশ্বর গ্রামের মজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, "জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে গ্রামের অধিকাংশ কাঁচা ঘর ডুবে গেছে। নতুন করে বাঁধ না দিলে পরিবার নিয়ে এখানে থাকা যাবে না। আমরা সরকারের কাছে ত্রাণ নয়, একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাই।"
কঁচা নদীর তীরবর্তী চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মঞ্জুও একই দাবি জানিয়ে বলেন, "অতিরিক্ত জোয়ারে বেড়িবাঁধ ভেঙে আমার এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। জনসাধারণকে রক্ষায় সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।"