বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
26 Aug 2025 03:39 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার (২৫ জুন) বেলা ১০ টায় উপজেলা চত্ত¡র থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কৃষকদের মাঝে আম,জাম,কাঠাল,পেয়ারা-সহ বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন-সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি