বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
26 Aug 2025 03:44 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘির সান্তাহারে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে উর্মি আক্তার (২১) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মৃত উর্মি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামের কাপড় বিক্রেতা আলামিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ওয়ার গ্রামের কালাম সরদারের মেয়ে উর্মি আক্তারের সাথে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামের আনোয়ারের ছেলে আলামিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় স্বামী আলামিনের সাথে তার স্ত্রী উর্মি আক্তারের পারিবারিক নানা বিষয়ে কলহ হতো।বুধবার সকালে তাদের মধ্যে আবারও কলহের সৃষ্টি হলে অভিমান করে বেলা সাড়ে ১০ টায় উর্মি আক্তার তার শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। এসময় তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে উর্মি আক্তারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, উর্মি আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি