বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
27 Aug 2025 02:51 am
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁয় শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে ছাত্রশিবির।
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ সরকারি কলেজ চত্ত্বরে ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষ রোপণ করেন তারা। এ সময় কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক এসএম মোজাফফর হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন, জেলা সেক্রটারি আব্দুর রাকিব, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি দেওয়ান মোহাম্মদ নওফেল, সেক্রেটারি নাজমুল হাসনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় তারা আম, কাঠবাদাম, পেয়ারা, কদবেল, জলপাই, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ২০০ ফলদ এবং বনজ বৃক্ষ বিতরণ করেন। বিনামূল্যে পছন্দের বৃক্ষ পেয়ে শিবিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীরা।
নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আশিক হোসেন বলেন, ক্লাস শেষে কলেজ থেকে বের হয়ে দেখি বিনামূল্যে গাছ বিতরণ করছে। আমি আমার নিজের পছন্দমত একটি নিম গাছ এবং একটি পেয়ারা গাছ নিয়েছি। আমাদের পরিবেশের জন্য নিম গাছ অত্যান্ত জরুরি। অনেকদিন থেকে নিম গাছ খুজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। আজকে বিনামূল্যে পছন্দের গাছটি পেয়ে খুব ভালো লাগছে।
নওগাঁ সরকারি কলেজে মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থী সুহী আকতার বলেন, পছন্দ অনুযায়ী একটি লেবু গাছ নিয়েছি। গাছটি বাড়ীতে লাগাবো। ফ্রি তে গাছ বিতরণের জন্য শিবিরকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার মনে এই স্লোগানকে সামনে রেখে ১ জুন থেকে মাসব্যাপী আমরা বৃক্ষ রোপণ এবং বিতরণ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে নওগাঁ সরকারি কলেজে বৃক্ষরোপণ এবং বিতরণ করছি। আমরা চাই সুস্থ আকাশ এবং সুস্থ বাতাস সবার মাঝে ছড়িয়ে যাক। আমরা এ বছর নওগাঁ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপণ করতে চাই।