বুধবার, ২৫ জুন, ২০২৫
27 Aug 2025 03:21 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ সিমকার্ড, ডিভাইস ও নগদ ১১ লাখ ৪ হাজার ৪৯২ টাকা জব্দ করেছে যৌথ বাহিনীর দল। একইসঙ্গে হ্যাকার চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ জুন) রাত থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মাসুম বিল্লাহ (২৫) ও নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)।
তারা দীর্ঘদিন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।
অভিযানিক দলটি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ ৪ হাজার ৪৯২ টাকা, ২ হাজার ২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স, ৭টি মোবাইল ফোন, টাকা গণনা মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইসসহ তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন,গ্রেফতারকৃতদের মাদক ও প্রতারণার মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।