বুধবার, ২৫ জুন, ২০২৫
27 Aug 2025 02:11 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তরিকুল ইসলাম রনির উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডা.ইকরামুল হক হিটলু কর্তৃক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা,মোহাম্মদ তরিকুল ইসলাম (রনি ) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ২৪ জুন হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন। এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জামালপুরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য গতকাল সোমবার জামালপুর জেনারেল হাসপাতালে আউট সোর্সসিং কর্মচারী নিয়োগ দেয়া কে কেন্দ্র করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তরিকুল ইসলাম রনির উপর হামলার ঘটনা ঘটেছে। হামলা সময় ডা: রনিকে উদ্ধার করতে গিয়ে জামালপুরের সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলমও আহত হন। তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে ডা: হিটলু। ডা:ইকরামুল হক হিটলু একজন দন্ত চিকিৎসক। তিনি বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের সময় দোসর হিসেবে কাজ করেছেন বলে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ তুলেছেন।
গতকালের মারামারির ঘটনায় উভয় পক্ষের মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।