মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
26 Aug 2025 10:27 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির গ্রাহকদের জমানো টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন।
সোমবার ২৩ জুন সকাল ১১ টার সময় মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনারের সামনে জাতীয় গণমুক্তি ইউপির কেন্দ্রীয় সদস্য শিবলুল বারী রাজুর নেতৃত্বে সমবায় সমিতির গ্রাহকদের আমানত আত্মসাৎকারী মালিকদের গ্রেফতার ও টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, তাদের পাওনা টাকা পরিশোধ না করলে সবাই লাঠি হাতে মাদারগঞ্জ রোডে গাড়ি চলাচল বন্ধ করে দেবেন।এ সময় তারা বাজারের আশেপাশের দোকানপাট বন্ধ রাখার হুঁশিয়ারি দেন এবং যেকোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটলে তারা দায়ী থাকবেন না বলে জানান।
উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলায় কতিপয় সমবায় সমিতির নামে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২০-২৫ হাজার গ্রাহকের কাছ থেকে হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়।প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের অতিরিক্ত মুনাফা প্রদান করলেও পরবর্তীতে সমিতিগুলো তা বন্ধ করে দেয়।গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দিয়ে আল-আকাবা, শতদল, স্বদেশসহ আমানত সংগ্রহকারী ২৩টি সমিতির মালিক ও কর্মকর্তারা অফিসে তালা ঝুলিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক-আত্মগোপনে রয়েছেন।