সোমবার, ২৩ জুন, ২০২৫
27 Aug 2025 05:16 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:-“সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” সুইমিং সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে আদমদীঘি উপজেলার জিনইর সুইমিং ক্লাবের সদস্য আব্দুল্লাহ কাজি (১১) ও সাদিক মন্ডল (১১) নামের দুই কিশোর ইয়েস কার্ড পেয়েছেন।রোববার (২২ জুন) বেলা ১২টায় বগুড়া সদর উপজেলা পুকুর মাটি ডালিতে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানাযায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় সেরা সাঁতারুর খেঁােজ বাংলাদেশ ২০২৫ এর প্রতিযোগিতা সারাদেশে শুরু করা হয়। গতকাল রোববার বগুড়ার সদর উপজেলা পুকুরে বগুড়া জেলা ও জয়পুরহাট জেলার প্রতিযোগিদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আদমদীঘি উপজেলার জিনইর সুইমিং ক্লাবের ১৬জন কিশোর সাঁতারু প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
এরমধ্যে গ্রæপ-এ (৯ বছর থেকে ১১ বছর বয়সী) পর্যন্ত সাঁতারে অংশ গ্রহন করে জিনইর সুইমিং ক্লাবের সদস্য আব্দুল্লাহ কাজি (১১) ও সাদিক মন্ডল (১১) নামের দুই কিশোর ইয়েস কার্ড পেয়েছেন। তারা ইয়েস কার্ড পেয়ে অত্যন্ত আনন্দিত। জিনইর সুইমিং ক্লাবের সভাপতি খন্দকার মেহেদী হাসান ও সম্পাদক কোচ মাহবুব মন্ডল জানান, সাঁতার না জানার কারনে অনেক শিশু কিশোর পানিতে ডুবে অকালে মারা যায়। সেই মনমানসিকতাকে সামনে রেখে এই সুইমিং ক্লাব প্রতিষ্ঠা করা হয়। এই ক্লাবের সদস্যরা প্রতি বছর জাতীয় সাঁতার প্রতিযোগিতায় জেলা, বিভাগ ও রাজধানীতে অংশ নিয়ে থাকেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি