সোমবার, ২৩ জুন, ২০২৫
27 Aug 2025 01:41 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুরের মেলান্দহে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক পৃথক সেমিনার ২২ জুন বেলা ১১টায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে।সমাজসেবা অফিসার আরিফুর রহমানের সভাপতিত্ব সেমিনারে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু,৭১’র গেরিলা আবুল হোসেন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাধ্যমিক শিক্ষা অফিসার মাজেদুর রহমান ভূইয়া,বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার,একাডেমিক সুপার ভাইজার জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক/৭১ টিভির সাংবাদিক শাহ জামাল প্রমুখ।