সোমবার, ২৩ জুন, ২০২৫
27 Aug 2025 01:40 am
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে অতিরিক্ত কয়লা বহনকারী একটি ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ব্রিজ ভেঙে যাওয়ার তিন দিন পেরিয়ে গেলেও রবিবার সকাল পর্যন্ত মেরামতের কোনো কাজ শুরু হয়নি। এখনো উদ্ধার হয়নি খালে পড়ে থাকা ট্রাকটি।
শুক্রবার ভোররাতে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, “এই ব্রিজ দিয়েই প্রতিদিন যাতায়াত করি। এখন হেঁটেও পার হওয়া যাচ্ছে না। রোগী বা জরুরি কাজে পড়তে হচ্ছে বিপাকে।”
একই গ্রামের বাসিন্দা শামীম রিগান বলেন, “ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো সংস্কার না করায় এখন চরম ভোগান্তিতে পড়েছি। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না ক্লাসে।”
এইচএসসি পরীক্ষার্থী মো. তাওহীদুল ইসলাম বলেন, “আজ পরীক্ষা ছিল, অনেক দূর ঘুরে যেতে হয়েছে। সামনে আরও পরীক্ষা আছে। ব্রিজটা না ঠিক হলে বড় সমস্যা হবে।”
ব্রিজ মেরামতের শ্রমিক মিজান সরদার বলেন, “ট্রাক তোলা না যাওয়ায় কাজ শুরু করতে পারিনি। ট্রাক মালিক বলেছিলেন, তারাই ক্রেন দিয়ে তুলবেন, কিন্তু এখনো কাজ শুরু হয়নি।”
ঠিকাদার শাহ জামাল বলেন, “ট্রাকটি ওঠানো হলেই আমরা ব্রিজের কাজ শুরু করতে পারব।”পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “ভাঙা ব্রিজের প্লেটগুলো সরানো হয়েছে। ট্রাকটি খাল থেকে ওঠাতে পারলেই মেরামত শুরু হবে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।”