রবিবার, ২২ জুন, ২০২৫
27 Aug 2025 07:04 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-বহুল আলোচিত হারানো মেয়ে সুমিতাকে (৩০)অবশেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।২১ জুন শনিবার দুপুরে মাদারগঞ্জের বালিজুড়ি বাজার থেকে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।সুমিতা ময়মনসিংহের ভালুকা উপজেলার বনগাঁও গ্রামের আব্দুল মান্নানের কন্যা বলে পরিচয় পাওয়া গেছে।আশ্রয়দাতা সাংবাদিক প্রতিবন্ধী সুমিতাকে নিজের হেফাজতে রাখেন।
মানষিক রোগি সুমিতা মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় ভাসমানহীন অবস্থায় ঘুরাফেরা করছিল।স্থানীয় সাংবাদিক আকন্দ সোহাগ এই মেয়েটির স্বজনের সন্ধানের খবরটি প্রচার করেন।মুহুর্তেই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এই খবরের সূত্র ধরে সুমিতার স্বজনরা সাংবাদিক সোহাগের কাছ থেকে মেয়েটাকে নিয়ে যান।