রবিবার, ২২ জুন, ২০২৫
27 Aug 2025 05:02 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা।এর আগে শুক্রবার (২০ জুন) রাতে ঢাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার সুমন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে এবং সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ১১টার দিকে বিএনপি নেতা ইলিয়াস মিয়া তার মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে জামগাছতলা এলাকায় পরিকল্পিত হামলার শিকার হন। হামলাকারীরা তাকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৭ জুন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার তিন দিন পর ৯ জুন নিহতের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, এ মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।